শ্রম শক্তি শ্রমেই মুক্তি,
শ্রমে প্রাপ্তিই সর্বোত্তম উপার্জন ।
কল্যাণকর যাহা, যা কিছু মহান
সবই শ্রমেরই অবদান ।
অকল্যাণে শ্রম দিয়ে যে জন,
অশনি দিলো আনি
মানুষ নয় অমানুষ সে জন,
পশুর অধম জানি।
প্রণমী তাঁহারে যে জন শ্রমে,
এ ধরা করিয়াছে মহীয়ান।
শ্রমিক! সেই তো শ্রমিক ;
যেন মহামানব সেই জন।