শিশির স্নাত ভোর,
পুবাকাশের সূর্যালোক
সোনালী রুদ্দুর ।
ঝিকিমিকি চারিদিক
শিশিরবিন্দু ঝলমল
স্বপ্নময় আবেশে
রেখেছিলে হাতে হাত...

সময় গড়ায়
শিশির মিলায়ে যায়,
মাথার উপর সূর্য
প্রখরতায় মরুময় জীবন
বড় দুঃসহ মনেহয় ।
জানি,
সইতে পারবেনা তুমি।

তারপর,
বিকেল গড়িয়ে সন্ধ্যে
সামনে ঘোর অন্ধকার
রাত আরও গভীর।
বেড়ে যায় নিরাশা
হতাশার ঘোর,
হয়তো হবেনা ভোর
তুমি আমি আর
এখন নই দু'জনার
বুঝতে পারিনি,
তুমি নাকি আমি?
কে প্রথম ছেড়ে ছিলাম হাত।
ছেড়ে থাকো যদি তুমি
তবে বেশ করেছো
জেনে রেখো,
তুমি সুখে থাকলেই
সুখী হবো আমি।