চাপিয়া অঙ্গুলি মোর
নীরবতায় বহুদুর
থমকে দাঁড়ায়ে মুখপানে চাহি
শুনি,
কন্ঠে তার সুর, সুমধুর।
পুলকিত আবেশে
বললেম, হৃদয় ছোঁয়েছে।
গাহিল সে,
ভালবাসি যারে, যে আমায় বাসে
হৃদয় বীণায়, ছোঁয়েছে হৃদয়
আমিও তেমন, তোমারই মতন
হাসো, হাসি
দেখ ধরণীও হাসে।
কাঁদিলে কাঁদো যদি
সহিবার নয়,
দোহাই তবে কাঁদায়োনা,
কাঁদায়োনা কখনো আমায়।