বহুদূরে, বহুবছর ধরে, বারেবারে চেয়েছি বহুবার
যাবো ফিরে স্বদেশে আমার, প্রবাসজীবন ভাল্লাগেনা আর।
বাবা তুমি চলতে নাকি, নাহি পারো আর!
হুইল চেয়ারে দিনগুলো সব, করছো নাকি পার!!
মন কাঁদে! রই তোমার পাশে, প্রবাসজীবন ভাল্লাগেনা আর।
এখন নাকি মা, চশমা পরেও দেখতে পাওনা আর!
এখানে-ওখানে ধাক্কা লেগে পরে নাকি যাচ্ছো বারবার!
হোচট খেয়ে সেদিন নাকি, ভেঙ্গেছে তোমার বাম পায়ের হাড়!
মন কাঁদে! রই তোমার পাশে, প্রবাসজীবন ভাল্লাগেনা আর।
কালো-ভুলু ওরা নাকি, বোনটিরে মোর নানান কথা কয়!
কথায় রাজি নাহলে নাকি, দেখায় ওরা তুলে নেওয়ার ভয়।
ওরা নাকি ভাইটিরে আমার, দেখায় মেরে ফেলার ডর!
নেশা গ্রহন না করলে নাকি, রক্ষে নেইকো আর!
মন কাঁদে! রই তোদের পাশে, প্রবাসজীবন ভাল্লাগেনা আর।
খোকা-খুকুর স্কুলে রোজ, সঙ্গী ওদের মায়।
চোখের আড়াল হলেই নাকি, কিডনাপ্যারের ভয়!
এসব জেনেও পাড়ার লোকে, কতো কথা কয়
জাত-কুল নাকি সবই গেলো, দেশ গেলো গোল্লায়।
এ কেমন এগিয়ে যাওয়া, ওগো জন্মভূমি আমার?
মন কাঁদে! রই সবার সাথে, প্রবাসজীবন ভাল্লাগেনা আর।