কষ্টেরা জমে যদি মেঘ হয়,
বৃষ্টি হয়ে ঝরে যদি কভু,
খোলিও না দোর...
শীতল বাতাস লাগতে পারে গায় ।
কষ্টের ক্রন্দন যদি মেঘের গর্জন হয়,
গর্জনধ্বনিতে বাজে যদি বেদনার সুর।
কানে আঙ্গুল চেপে অন্যমনস্ক থেকো।
সে সুর যেনো, না ছোঁয় অন্তর।
সুখ যতটুকু সবটুকু নিও,
তোমার দুঃখ সবই দিয়ে আমায়,
আনন্দে ভাসাইয়ো গা।
বেদনার এ বৃষ্টি জলে,
দোহাই! দোহাই তোমার...
এ জলে কভু, না করিও সিক্ত
তোমার দু'খানি পা।