কত ছড়া কতযে গান
ভাঙ্গাতে তোর অভিমান
গল্প কবিতা আরও কত কি?
কতবার যে হুমরী মেরে ঘোড়া সেঁজেছি।
পিঠে চড়ে রাজার বেসে আনন্দে তুই অট্টহেসে
কখনোবা কাঁধে বসে...
দু'হাতে দু'কান টেনে বলতিস্-
"সোজা চলো, বামে চলো; বামে নয় চলো ডানে।"
এতে কি যে আনন্দ কতযে উচ্ছাস বাবার প্রাণে
এ শুধু বাবা জানে, শুধুই বাবারা জানে।
আজ তুই মস্তবড় দেশ জুড়ে তোর নাম
দেশ বিদেশ করিস কত সভা-সম্মেলন ,
জানি, তোর আজ নেই কোন বিশ্রাম
তাই বুঝি...
তোর দু'পা আর মাড়াবেনা, এই বৃদ্ধাশ্রম।
সেই যে একলা রেখে গেলি
একবারও আসার প্রয়োজন মনে করলিনা?
বাবার মন, তা কি আর মানতে চায়?
খোকা!
তোকে দেখতে বড্ড ইচ্ছে করে
তাই, ফেইসবুকে তোর বন্ধুদের দলে
যোগ দিয়েছি ছদ্মনামে নতুন ছলে।
কখন কোথায় যাচ্ছিস কি করছিস
সবই লাইভে, মনেহয় পাশেই তো
ভরসাহীন আশা, তবুও তো সামনে।
তোর সংসারে,
এই বুড়ো বাপটার একটু ঠাঁই হলোনা?
কাজের লোক নাহয় একজন কমই রাখতি ।
বাজার করানোয় সন্দেহ হলে,
বাগানের কাজটি অন্তত...
মালি পরিচয়েই না হয় থাকতাম।
ভাগ্যে সেও হলোনা,
দোহাই তোর...
আমায় অন্তত ফেইসবুকে ব্লক করে দিসনা।
বাবা দিবস...
বাবা দিবসে বাবার জন্য কত সুন্দর সুন্দর স্টেটাস,
তোর টা অনন্য, গর্ব হওয়ারই কথা...
প্রতিক্ষায় সাড়াটি দিন
আজও সময় হলোনা তোর?
খোকা!
ফেইসবুকে আজ দেখলাম,
তোর ছোট্ট খোকার মুখ।
তোরই মতো সেও করছে খেলা
আহা! কি যে সুখ।
সেও একদিন বড় হবে,
হয় যেন তোর থেকেও খ্যাতিমান ।
আজ শুধু এই মিনতি করি,
আমার খোকার ভাগ্য যেনো নাহয় খোদা,
আমার ভাগ্যের মতন, আমার ভাগ্যের মতন।
(জীবনমুখী কবিতার আবৃত্তির জন্য)