এসেছো বারে বার, আসবেও আবার
হোক সে শতবার, জীবনে সবার।
ফিরে ফিরে, এসো বারে বার।
এসো হে নববর্ষ, ফিরে এসো
ফিরে ফিরে, এসো বারে বার।
একই রূপে স্বরূপ, অপরূপ তুমি।
এ বঙ্গভূমি, সাঁজিয়েছো বারে বার।
সাঁজিয়াছে নবরূপে, প্রকৃতি আবার।
এসো হে নববর্ষ, ফিরে এসো
ফিরে ফিরে, এসো বারে বার।
সব বঙ্গবাসী আজই, উৎসবে মাতি
কত ঢং, শত রং মাখি।
ভুলে জাতকুল, হাতে হাত রাখি
ভেদাভেদ নেই কোন, যেন সখা-সখী।
নৃত্য গান, হৃদয়ে আনন্দ জোয়ার
ফিরে ফিরে, এসো বারে বার।
এসো হে নববর্ষ, ফিরে এসো
ফিরে ফিরে, এসো বারে বার