সীতাকুণ্ডে নরক কুণ্ড ভারী আকাশ বাতাস
বাংলামায়ের বুকটা ভারী লাশের পরে লাশ
এদিন এথা ওদিন সেথা কত যে দূর্ঘটনা
ঘটতেই পারে অঘটন তবু মন যে মানে না।
কি করে হয়? ভুলেই কি সবই, নাকি অবহেলায়?
নাকি ওরা লোভের বলি, তোদের নিষ্ঠুর রসিকতায়?
বিদ্যে হলো বয়স হলো বুদ্ধি হলোনা
যে যাই বলুক, মা আমি তোদের, মানতে পারিনা।
বুদ্ধি যদি না থাকিতো ফন্দি কি আর হতো?
হতো কি আর মাইনের উপর উপরি কামাই এতো।
চাকরি ভেবেই চাকরের স্বভাব করেছিস অর্জন
দায়িত্ব ভেবে পারিস হতে নিজেই দায়িত্ববান।
সম্মানিত হতে পারিস, হতে পারিস বরণীয়।
বাংলামাকে দেখিস সদা আপন মায়ের মতই
মায়ের দায়িত্বে অবহেলা করিসনে রসিকতায়
ওরে বোকা, অবোধ ওরে
তোদের হোক বোধোদয়।