বিশেষণের বাহারি বেশ
বিশেষ বিশেষ নাম,
বিশেষ নামেই চলছে দেখ
বিশেষ অভিযান।
বিশেষত্বেও বিশেষ ওরা,
বিশেষ এ মহীয়ান,
বিশেষ টানে নির্যাতনে
বিশেষ পালোয়ান।
বিশেষ ছলে বিশেষ পদ
বিশেষ ভাবে করছে হরণ,
বিশেষ বিনিময় বিশেষ পদায়ন
বিশেষ টানে করছে গ্রহণ।
দেশ প্রেম বিশেষ বুলি
বিশেষ প্রেমে যাচ্ছে ভুলি
বিশেষ কায়দায় লুটেপুটে
বিশেষ ফায়দায় ভরছে ঝুলি।
বিশেষ প্রেমে বিশেষ জনে
বিশেষ ভাবে দিচ্ছে সাড়া
বিশেষত্বের বিশেষ বিশেষণে,
দেশ প্রেমে আজ, ভীষণ খরা।
(রাত ২টা ৩৫মিনিট।
বিশেষ বাহিনীর অভিযান ও নির্যাতন, দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায়, স্মৃতিতে ভাসতে থাকে বিশেষ কিছু অনিয়মের চিত্র।
লেখা শুরু সোয়া তিনটার দিকে , শেষ সোয়া পাঁচটা।
মঙ্গল বার, ২০১৬.১২.২০ দক্ষিন কোরিয়া।)