স্বশাসিত তুমি, স্বতন্ত্র স্বাধীন,
উচ্চ করি শির, চিরস্হির
অমর অবিনশ্বর, চির অমলিন।
অবিশ্রান্ত অবিরাম,ক্রমাগত বহমান
তুমি, বিক্ষিপ্তচিত্তেও উড্ডিন
দুঃখ তাপেও হও আগুয়ান।
কায়ক্লেশ করিয়া পদদলন
সম্মখে ধাবমান সর্বক্ষণী,
স্বশাসিত, স্বতন্ত্র স্বাধীন
হে বঙ্গজননী।
তব বক্ষঃস্হল,
অর্পণ করেছ সেথা, ফুল ফল ফসল।
ঝরনা বৃষ্টি বাদল, অথৈই অতল জল,
প্রবাহিত হ্রদ নদী খাল, টইটুম্বুর পুষ্করিণী।
স্তন্যদুগ্ধ রূপে করেছ দান
ঔদার্যে মাহাত্ম্য চির মহীয়ান,
হে বঙ্গজননী।
গিরি উপগিরি পাহাড় ধরণীধর
দৃশ্যত, তব বক্ষঃপাজর।
যেথা মম নীড়,
পশুপাখির আবাসস্হল জঙ্গল,
গহীন অরণ্য বন বনানী।
যেন আঁচলে আশ্রয় করেছ দান
মমতাময়ী তুমি, চির সোহাগিনী
হে বঙ্গজননী।
বিবিধ খনিজ গর্ভে তোমার
প্রাচুর্যে করি, পূর্ণ আধার।
বিত্ত বৈভব ঐশ্বর্যে প্রতুল
ধনে ধনবানে করি ধন্যি,
দাক্ষিণ্যে অনন্যা, রত্নগর্ভা তুমি
হে বঙ্গজননী।