নিদিষ্ট আয়তন অনিয়ন্ত্রিত জন্মহার জনসংখ্যা অধিক।
বিনষ্ট পরিবেশ, নিশ্চিত বিপর্যয় স্বাস্থ্যহানীও ততোধিক।
জন্মনিয়ন্ত্রণ,
পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় খুবই প্রয়োজন ।

জন্মনিয়ন্ত্রণ,
মধুময় মধুক্ষণে মধুর আনন্দে ভ্রুণ নিধন।
ভ্রুণ নিধনে ক্ষতিই বিবেচ্য,
অথচ এই ভ্রুণই হয়তো,
তুমি-আমি ছাড়ি হতো বিশ্ববরেণ্য।
তবুও...
'ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট'
সন্তান, একটি হলেই সর্বোৎকৃষ্ট ।
তাই জন্মনিয়ন্ত্রণ,
পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় খুবই প্রয়োজন ।

আমরা সমাজবাসি, সমাজপতি ও সমাজরক্ষকেরা
স্ব-বিবেচনায়, যাহার মাঝে পাই
সম্ভাব্য ক্ষতির সম্ভাবনা অধিক।
সমাজবাসি আমরা, নমস্যি তাহারে
সমাজপতি্রা তাহার মাথায় হাত রেখে করি আশীর্বাদ
সমাজরক্ষকেরা করি তৈয়ার, আইনের অজস্র সুক্ষ ফাঁক।
জন্মদাতা আমরাই,
আমাদের উৎসাহেই
ছোট্ট বাওকুড়ানি যেনো বিধ্বংসী তুফান আজ।
অজস্র তুফানের অবাধ জন্ম,
তুফান সরকারেরাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে
তুফানদের মহাপ্রলয়েই বিপর্যস্ত পরিবেশ
মানবিকতা ধ্বংসপ্রাপ্তপ্রায়
যেনো মানসিক ভারসাম্যহীন এ সমাজ।

জন্মনিয়ন্ত্রণ,
সমাজের প্রয়োজনেই ছিলো, এখানেই বড় প্রয়োজন।

তুমি আমি আমরা সকলেই
মনুষ্যত্ব যদি না দেই বিসর্জন
সমাজবাসি যদি না দেই উৎসাহ
সমাজপতিরা যদি না করি আশীর্বাদ
সমাজরক্ষকেরা যদি না গড়ি, আইনের অজস্র সুক্ষ ফাঁক
জন্মাবেনা,
জন্মাবেনা আর কোন তুফান সরকার
মনুষ্য সমাজে মানুষ হবে সকলেই।
সমাজের প্রয়োজনেই
তোমার আমার পরিবর্তন, খুবই প্রয়োজন।

তুফান মুক্ত করিতে সমাজ
জন্মনিয়ন্ত্রণই শুধু নয়, চাই বন্ধ্যাত্ব,
চাই পরিবর্তন ।
সমাজের প্রয়োজনেই,
তোমার আমার পরিবর্তন এখন খুবই প্রয়োজন।