তোমরা যারা পুড়িয়ে মারো চা বিক্রতাকে,
নিরপরাধীকে সাজাও মাদক ব্যবসায়ী, ডাকাত কিম্বা খুনি ।
শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে কেড়ে নাও চোখ, কখনও তাজা প্রাণ।
মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে কেউ
কারো নিথর দেহ পরে থাক রাস্তায়,
তাতে...
তোমাদের নেই যেন কোনো দায়।
পুলিশ!
তোমরা কি শুধুই পুলিশ ?
নাকি মানুষও?
নাকি মানুষ হওয়ার আগেই পুলিশ হয়েছো?
অথবা পুলিশ হয়ে অমানুষ হয়েছো ?
তাহলে পারভেজরা, তারাও তো পুলিশ?
মানুষের কল্যাণে জীবন বাজি রাখে,
দেশপ্রেম ও কর্তব্য পালনে
ভুলে যায় পরিবারের প্রতি টান,
"পুলিশ জনগণের বন্ধু"-যথার্থই
পারভেজরাই তার প্রমাণ।
প্রমাণ করেছো তোমরাও...
কেউ কেউ পুলিশ, সবাই পুলিশ নয়।