ক্লাসের শেষ বেঞ্চিতে বসা
ইঁচড়েপাকা দুষ্ট ছেলেটি
শিক্ষকরা মাঝে মাঝে বলতো
এই জন্মে মানুষ হবেনা
অকালপক্ক এই ছোড়াটি।
কথার কোন দাম ছিলনা
তর্ক করতাম বড্ড বেশি
ভালতো কেউ বাসতোনা
জীবন মাটি বারো আনা
ধর্মু পিয়ন ডাকতো চুপি
হাত ধরে মাথা নেড়ে বলতো
জীবন মানে বিরাট ঝুঁকি...
জীবন পাবি পড়ার মাঝে
পড়িশ যদি একটু বুঝে।
ধর্মু আমায় বলতো দাদু
তোর কাছে ভালো ফল চাই শুধু
পারবি তুই পারবি
আমার বিশ্বাস তুই পারবি
আমি জানি ইতিহাস গড়বি।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)