অনেককাল আগে জ্বলেছিল একবার
আর জ্বলেনা আগের মতো ঘর্ষণে।
বারুদ তার তেজ বিকিয়েছে
নাম ধারি বনস্পতির কাছে।
উলঙ্গ সমাজের শৈরাচার
নগণ্য সেই বারুদের ভার।
বর্ষার স্যঁতস্যাতে কাদার উপর
চিনকি রোদের আস্ফালন।
সততা হয়েছে কালে কালে বিকল
গোলাবারুদ নিয়ত করে চলছে লুণ্ঠন।
চুরুটের টানে দেশ আজ কেনাবেচা
কালবৈশাখী উড়িয়েছে সততার ছাতা।
কংশের অবতার নিয়েছে ঠাঁয়
কৃষ্ণের অবতারের আজও দেখা নাই।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)