আমি চলে যাবো নাফেরার দেশে
কিন্তু আমার পান্ডুলিপি
আমি হয়ে কথা বলবে
জ্বলাবে জ্বলবে
অবক্ষয়িত সমাজে
আমার অভিসন্ধি জাগিয়ে তুলবে
করবে অন্যায়কে লোপাট করবে
যুগ যুগ কবিতার শব্দ পুঞ্জ
আমি হয়ে জন্ম গ্রহণ করবে।
ভাঙ্গবে ভাঙ্গাবে
অন্যায়ের বিষদাঁত গুলো
চিরতরে নির্মূল করবে।
করবে ধর্মের নামে হত্যা বন্ধ করবে
আনবে সাধারণ মানুষের অধিকার
পুনরায় ফিরিয়ে আনবে।
আমার কবিতা হবে
বিদ্রোহীর তরবারি
আমার কবিতা হবে
জনগনের কান্ডারী
আমার কবিতা হবে
ছাত্র সমাজের আলো অনুসন্ধান কারি।
আমার কবিতাই সমাজকে রক্ষা করার
প্রথম হয়ে উঠবে নির্ভীক প্রহরী।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)