জীবনের সীমাহীন পথচলা
আবার ক্ষনিকের বিরতি
পাওয়া না পাওয়া কাঙ্ক্ষিত চাওয়া
ডায়রির পাতায় তুলে রেখেছি।
যদিও ক্ষনিকের মেয়াদ
তবুও মনে সীমাহীন অশান্তি।
বিবর্ণ চোরাস্রোত সুদূর পান্থ
সংসার সীমা সবই ভ্রান্ত।
সার্থের কাঠগড়ায় দাঁড়িয়ে
রক্তের অকাল ঢেউ....
রোদ্র ঢেউয়ে চকচকে বালি
জলের আশায় কেবল পথ ছুটা
মরিচিকায় ব্যামোর নিশা।
হঠাৎ বায়ু স্পন্দন নিশ্চল
পরিণাম মাটিচাপা কিংবা চিতানল।
ফেলে আসা দিন গুলো আজ
না ভুলেও হয়তো ভুলে গিয়েছি
মনের দর্পনের লাল চিহ্ন গুলো
ডায়রির পাতায় তুলে রেখেছি।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)