পৃথিবী তার রঙিন রং হারিয়েছে
গায়ে লাগিয়েছে ধূসরের আভা
সৃষ্টি কর্তার মহিমা ভুলে
চারিদিকে গর্জন কেবল বাবা বাবা..
বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে
নকল বাবার নেশায় তারা
কল্কি ভরে গাজা টানে।
মেঘের কাছে সূর্য হারে
গ্রহরা চুপটি মারে
মুষলধারায় বৃষ্টি ঝরে।
মেঘের গর্জন অতিচাপা
বৃষ্টি গুলো বুক ফাটা।
শিক্ষিতো হয়েও নিদ্রাচ্ছন্ন
কৃত্রিমতায় ছিন্নভিন্ন।
কৃত্রিম বাবাকে না দিয়ে অন্ন
যদি একটু রাখে মা বাবার জন্য
টিকিট লাগবে অক্ষুণ্ণ।
যত সব বাবার দল
শিক্ষিত সমাজকে বানিয়ে বিকল
শোষণ করছে খাবল খাবল।
ধর্মকে বানিয়ে খোরাক
সম্প্রীতিকে করছে বরবাদ।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)