বেশ আছি
এইতো প্রতিনিয়ত চলেই যাচ্ছি
দু-চারটা ছেলেমেয়ে নিয়ে
টিউশন সেন্টার খুলে বসেছি।
কোন খুন নেই হত্যা নেই
পাড়ায় পাড়ায় নেতার অভাব নেই
নিন্দুকের মুখ বন্ধ নেই।
প্রতিসপ্তাহে কর্মসংস্থান পত্রিকায়
চাকুরীর আভাব নেই ।
সিন্দুকে কয়েক লক্ষ থাকলে
দশবারে দশ শ্রেণী পাস করলেও
চাকুরি না দিয়ে উপায় নেই।
গরীব ঘরের ছেলেমেয়েদের
অনাশন করেও লাভ নেই।
মেধা সম্পূর্ণ গরীব ছেলেমেয়েদের
ডক্টরেট ডিগ্রীলাভ করেও
সামান্য কেরানিগিরি করার জন্য
দিনরাত চোখে ঘুম নেই।
নেতা মন্ত্রীরা মঞ্চে দাঁড়িয়ে
উন্নয়ন মূলক কাজের ফর্দ বলে
শেষ করার সময় নেই।
মিথ্যা প্রতিশ্রুতি শোনার পর
জনগনের হাত তালি থেকে পা তালি
কোনে তালি মারার অন্ত নেই।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)