বিশ্ব ভবঘুরের পাঠশালাতে
আমি ছন্নছাড়া পাঠক
মনের ঘরে কেনাবেচা
যুগটা বড় আজব।
সময়ের নোঙর বহি
খামখেয়ালি স্বাভাব
শত ভাবনা মনের ভিতর
শান্তির বড় অভাব।
ভালোবাসার মূল্য দিতে
জীবন করেছি মূল্যহীন
কারো জীবনের বীণ বাজাতে গিয়ে
আজ বেঁচে থাকার অর্থ
দিন দিন হচ্ছে মলিন।
সামনের বাতি নিভিয়ে আসছে
সবই মনে হচ্ছে তিতঘুটে অন্ধকার।
স্বার্থে পৃথিবী গড়া
বিপদে পড়লে কে কার।
আজ হয়তো পৃথিবীর মানুষ গুলোকে চিনলাম
সময়ের প্রতিটা মহূর্ত স্বার্থপর।
তাই আজ আমি ভবঘুরে
জীবনকে করেছি নশ্বর।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)