তবে তাকে তুমি পাবে না,
সে নাহি দেখা দেয়,
নাইবা কোথাও আসে
থাকে তবে সদা সর্বদাই -
দেখা অদেখায় আশেপাশে।
বুদবুদ ওঠা ভাতের ধোঁয়ায়,
কখনো ঘুঘুর মৃদু গুঞ্জনে-
স্থির বিষাদময় সন্ধ্যা মাঝে,
চিরচেনা কারো নাম অঞ্জনে।
সে থাকে মায়ার ছলে,
চাপা রেখে শত শব্দ আড়ালে,
সে যে বড়ই ছদ্মবেশি।
ছায়াও যার রোদ ঝলমলে,
কথা কয় শুধু নয়ন দুখানা,
নির্জীব তবু অশ্রু টলমলে!