তুমি সন্ধ্যে,
  তুমি রক্ত কদম ফুলের গন্ধে-
  হৃদয়ে জাগানো আঁধি!
  তুমি শতক পুরনো মৃতপ্রায় বুকে-
  সারহীন সেই ব্যধি।


তুমি কাল,
  তুমি সহস্র রণ জয়ী যোদ্ধার,
  অগোচরে থাকা ঢাল!
  তুমি দুঃস্থ হৃদয়ে ছায়ার আঁচল,
  ঝড়ে সম্বল চাল।

তুমি ছায়া,
  তুমি স্বপ্ন মাঝে জাল বুনা এক,
  অদ্ভুত রুপি মায়া!
  তুমি বাস্তবতার স্পষ্ট দর্পণে,
  দ্বিধাদ্বন্দ্বের ছায়া।

তুমি নীড়,
  তুমি দিক হারানো মরু পথিকের,
  দুম্বা পালের ভিড়!
  তুমি রৌদ্র তপ্ত নিষ্প্রাণ দেশে,
  শ্যামল পাহাড়ি শির।

তুমি কালি,
  তুমি হীননিদ্রায় ক্লান্ত কবির,
  অগ্নি বমিত পালি।
  তুমি ধুলোর নগরে বালির সাগরে,
  অট্টালিকার সারি।
  তুমি প্রণয় দুয়ারে শ্রেষ্ঠ কেশরী,
  কল্পের চেয়ে দামী!
  তুমি আমার রাজ্য ধাঁধানো মলয়,
  সুন্দরীতম মালি।

ধন্য আমি,
  ধন্য চন্দ্র ধন্য তারারা,
  সঙ্গ দিয়াছো তুমি।
  তোমার মাঝে বিলীন কোটি,
  গ্রহ মাঝে লুকে আমি।
  তোমাতেই আছি আমি,
  কৃতজ্ঞতা থাকতে দিয়াছো-
ওগো; সুন্দরতম "তুমি"।