মোহ যার দিবারাত দিবে মোর ভুলিয়ে-
চাই আমি প্রতি বেলা,
তাতে যেতে হারিয়ে!
দেহরুপ না ছুঁয়ে- ভ্রম সব দূর ছুড়ে,
সরলতা তরে তাঁর যেতে চাই হারিয়ে!
খোঁজে তাঁর ধেয়ে ধেয়ে,
রাহ্ পানে চেয়ে চেয়ে,
একা আছি আজও এই বালু তীরে দাঁড়িয়ে!🥀
প্রতিবারই রেখে তুমি,
বিলম্বে বসিয়ে,
ঝোলা ভরা চাওয়া সব দিও হাতে ধরিয়ে,
দিন শেষে নিশি বেশে,
এসে তব লুকিয়ে,
সারাবেলা কাজ মাঝে,
ঝুঁকে পড়া কাল সাঁঝে,
চুপি চুপি বুক-মাঝে ধরে রেখো জড়িয়ে!🤎
রেখে মোর হাতে হাত এনে দিও ক্রান্তি!
একপাশে রেখে যত বোঝা হওয়া ক্লান্তি-
অস্থির মন আর চাপ সব ছুড়ে ফেলে,
যদি পারো পোড়াবুকে জুড়ে দিও স্বস্তি!😌
"তৃষ্ণার্ত বালুতীর"