নিথর বরষহীন কোন মাসে,
রৌদ্রতপ্ত বাতাসে,
মেঘহীন আকাশে,
যখন দেখিবে অঝরে ঝরিছে,
ক্লান্ত স্রোতের পানি-
সেদিন ময়ূরী মোর সন্ধানে,
ঝেড়ে দিও সব গ্লানি। ✨
দেখিবে যেদিন বহিছে পানি,
ধারাগুলি সংকীর্ণ;
স্মৃতির বোঝায় ভাঙছে হৃদয়,
দুঃখে জীর্ণশীর্ণ।
দেখিবে সেদিন সন্ধ্যার ফুলে,
মধুর সুবাস নেই;
রজনীগন্ধা শুকিয়ে আছে যে,
প্রহর ফুটেছে কবেই!
দেখিবে বৃন্ত ফুটছে না আর,
বৃক্ষেরও নেই মালি!
সেইদিন তবে ঘেঁটে দেখো প্রিয়,
নীল দরিয়ার বালি। 🥺
যখন দেখিবে সরোবরে মোর-
পদ্ম মুকুল ফুটছে;
বুঝে নিও দিবা আঁধার ঘনানো,
মনমরা কাল ঘুচছে।
যেদিন দেখবে ছায়াময় বাগে,
মেলছে প্রণয় দলে দলে,
সেদিন যতনে মোর পদ্মটি,
তুলে নিও মখমলে।
তবে সন্ধান করো দূর্বার ফুলে;
সন্ধান করো চাঁদে;
বকুলের ঘ্রাণে যদিবা কভু এ,
অভিমানী হেতু বাঁধে।
বিষন্নতা বাঁধে; 🥀
"সন্ধান করো কোকিলের"🖤🌸