খুঁজে নিও সূত্রের মেলা হতে,
অনন্ত কালের এ খেলা হতে,
চিত্তের হাহাকার শুনে নিও।
পথের ওপারে রেখে আসা-
যে অনুপ্রেরণা নিরাকার!
সবই জানে তাকে শুধে নিও।
রাতের গোচরে ঘাস ফড়িং এর পালে,
ঝাড়ের আড়াল হতে তারা ভরা চালে..
খুঁজেছি কিনা শুধে নিও।
ভাঙা কুড়েঘরে ছাই পড়া চুলো,
ধুলোয় ঢাকা ঝুলে ভাঙা কুলো..
কবে অন্ন দেখেছে শুধে নিও!
যদি পারো বেলা শেষে,
চৌকির গদি ঠেসে,
দেয়ালের দাগ থেকে,
শেষ কথা বুঝে নিও...
শুধে নিও এ জগৎ রক্ষীদের-
তারপর নাহয় আমায় খুঁজে নিও!
"শুধে নিও"
#_I__TIZ🍁