শুধে নিও ভোরের পাখিকে,
কিংবা জোনাক পোকার কাছে,
রাতের তারার ভিড়ে,
চেনা পথ হতে দূর পাহাড়ের পাছে,
খুঁজেছি কিনা তোমায়!
শুধে নিও ভাঙা চশমা হতে,
ছেড়া খাতার শেষ পাতাটাকে..
কিংবা বকের ঝাঁকের কাছে..
জোড়াহীন জুতোর ফিতেটাকে!!
কলমের ডগায় শুষ্ক কালির ছাপ রেখে,
ব্যর্থ হয়েও ভুল ঠিকানায়...
খুঁজেছি কিনা তোমায়!
শুধে নিও পোষা বেড়াল টাকে,
কতবার করে দাগ কেটেছি,
পুবের বাড়ির সীমানায়...
সেই চেনা গাছ ছায়াটার নিচে,
ফেলে আসা পদচিহ্ন বলে দেবে...
খুঁজেছি কিনা তোমায়!