>>""সোনার তেল""<< [বিষাক্ত বাস্তব]
তেলে তেলে তেলের জটলা,
বদনে ধরছে জ্বালা,
সিন্ডিকেটের উদরে ভিড়ছে,
গরিবের কাটা গলা!🔪
দেশের পণ্য দেশেই গায়েব,
খুঁজে পাওয়া বড় দায়,
সোনার মাটিতে খাটা মজুরের,
ছাইয়ে ভরা চুলো হায়!
উন্নতি দেখি সজোরে বাড়ছে,
বাড়ছে কাগজে নকশা,
রিক্সাওয়ালার জিভ শুকে ক্রোধ,
নজর কাড়ছে সহসা।
তেল হতে বাকি রেশন সবই,
স্বর্ণের ন্যায় দামী,
তৃষ্ণায় ধুঁকে নিঃস্বের চোখ,
অঝরে ঝরায় পানি।🍂
তেলের ঝলকে চোখের পলকে,
দৃষ্টি দেখে না কূল,
সোনার তেলের দাম শুনে নেই,
চাষির মাথায় চুল!
তবু সরকার মাথা নাড়াবে না,
টানিবে না ইতি টান,
গণতন্ত্রের অধিকার দাবি,
খুইয়েছে তার মান!🥀
অন্ধ মূর্খ মিডিয়া জগৎে,
অর্থ কড়ির বলে,
অজুহাত আর ধামাচাপা পিছে,
কলমের কালি চলে!✒️
পদ মন্ত্রীর টাক মাথা ঠিকই,
তেলে করে চিকচিক,
মানুষ মরিলে হয়তোবা তবে,
আক্কেল পাবে দিক।
নীরব হত্যা মেতে উঠেছে,
খেল ছলে চারদিকে,
মনুষ্যত্ব পায়ে পিষে চাকু,
নিঃস্বের পেটে চলে।
দেশ জুড়ে সব নির্দোষী ঘরে,
বোতলে তেলের জ্বালা,
ক্ষুদা বাঁধা পেটে; ঝুলছে গলায়-
তেল মাখা ছুরি মালা!
_I_TIZ🍁