বিভোর হয়ে- হয়েছি বলি..
তবু তাঁহাকে খুঁজিয়া চলি,
রাত্রি পানে ডাকিয়া বলি..
মোর বিশ্বস্ততার পাহাড় জমানো!!
কোথায় সে আধফোটা স্বপ্ন কলি..?
সেদিনের ঝুকে পড়া আকাশ-
স্থির হয়ে যাওয়া বাতাস,
পাতা ঝরাটাও বন্ধ কেন-
এ যে ছিল তাঁর-শেষ দেখা যেন!
ডেকেছিল দুর্বার লতাটাও-
আঁকাবাঁকা ধারে বসা পক্ষি-
সদ্য ফোটা-শিশির জমা,
ক্লান্ত শর্মিলতার লাল ফুলটি!
ডালে ডালে বসে ঘুঘু গুটগুট করে-
যম কুহেলীর ডাকে জমাট ভয়ে...
দিশাহীন গোকুলও যে ফিরেছিল ঘরে-
শুধু তুমিই চলে গেলে অচেনা করে!
একটি বেলা যদি এনে দিতে মোরে,
দেখাতে পারিনি কভু এ বুক চিরে,
কত শত ঘর বেঁধে রেখেছি দেখো,
গল্পের জগতে সৃষ্টিরও ওধারে!