খোলা জানালায় রেখেছি মনের চাওয়া,
রাতের ভাবনায় মেখেছি একাকী পাওয়া।
আনমনে ভেবে চলি প্রেয়সী তোমায়,
ভোর হলে আলো হবে তুমি কি আমার?
পাখির কন্ঠে তোমায় খুঁজি ছায়াবীথিকায়,
মাটির গন্ধে তোমায় খুঁজি শিকড় মায়ায়।
আনমনে গাঁথি মালা প্রেয়সী তোমার,
সন্ধ্যা হলে তারা হবে তুমি কি আমার?
একরাশ ফুল ঝরে রোজ প্রভাতে,
তারপরো রোজ রাতে ফুল কলি ফুটে।
একরাশ আশা ঝরে রোজ ধরাতে,
তারপরো রোজ আশা বসে ধরণী হাটে।