তোমরা যাও, এগিয়ে যাও
যে পথ প্রশস্ত হয়ে চলে গেছে আলোর
ফোয়ারার দিকে
সেই পথ ধরে তোমরা এগিয়ে যাও
তোমাদের এগিয়ে যেতে দেখলে
আমার বড় আনন্দ হয়
তোমরা যাও, এগিয়ে যাও...
আমি এখনও সেই আধারেই পড়ে আছি
সন্ধ্যার পাখি গুলো উড়ে গেছে কবেই
পানকৌড়ি, সোনালী ডানার চিল
এক এক করে সবাই গেল
কাপালিক রমণীরা ফিরে গেল পাহাড়ের কুঁড়েঘরে
শুধু আমি একা পড়ে আছি বিষন্ন সন্ধ্যা বুকে।
তোমরা যাও এগিয়ে যাও
তোমাদের এগিয়ে যেতে দেখতে
বড় ভালো লাগে
আমার ভালো লাগে তোমাদের কে নিয়ে
সাফল্য গাথা আলোচনা হতে দেখতে
আমি না হয় শামুক খোলসে মাটি আঁকড়ে পড়ে
রইলাম!
তোমরা যাও, এগিয়ে যাও
এগিয়ে যাওয়া পথিকদের দেখতে ভালো লাগে।।