অথচ আমরা কতবার হেঁটে গেছি কত পথ
ট্রান্স সাইবেরিয়ানে মস্কো থেকে ভ্লাদিভস্টোক
এশিয়া থেকে সুদূর ইউরোপ
পূর্ব থেকে পশ্চিমের প্রান্তে
কতবার মুখোমুখি
একই সরলরেখায়...
খুব পাশাপাশি,
তবু বলা হয়নি আজও
ভালোবাসি।।

অথচ আমরা কত বার
ভেসে গেছি সমুদ্রের জলে
আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে অতলে
কত দিন কত রাত
সাঁতার না জানা তুমি আমি
ভেসে গেছি কত ধূসর দ্বীপের কাছে,
তোমার মুখের দিকে তাকালে এখনো
সেই সমুদ্রের নীল ব্যথা বুকে বাজে।
অবশেষে সেইসব সমুদ্রের জলে
ভেসে-ভেসে টাই হলো
শতাব্দীর শেষ তীরে আসি,
তবু বলা হয়নি আজও
ভালোবাসি।।