রেখা তোমাকে-তোমাকে, হাঁ তোমাকেই লিখছি...
ওহে মায়াবতী রমণী, এই কবিতা তোমার জন্মদিনের উপহার।
রেখা প্রেমিকা আমার,
নীল জল চষে চষে আমারই ক্লান্ত হৃদয় যখন
তোমার কোমল হৃদয়ের কাছে ঠাঁই পেলো,
তুমি প্রিয়া হতে হতে জেনে গেলে অনেক কিছুই
জেনে গেলে, রুদ্রতাপে পোড়া তামাটে কিশোর
কিভাবে হয়ে উঠল শরতের কাশবনের মতোই শুভ্র তুলতুলে,
জেনে গেলে, ঝিঁঝিঁ পোকাদের নির্জনতা সরিয়ে
লম্বা করিডোর পেরিয়ে এক আত্মভোলা কবি
কিভাবে হয়ে উঠল ভীষণ প্রেমিক;
জেনে গেলে, হাল ভাঙা নাবিকের আশাহত বুকে
কিভাবে জন্মায় দারচিনি দ্বীপে স্বপ্নময় প্রেম ,
জানতে জানতে হয়ে উঠলে আমার হৃদয়ের বিধায়ক
হয়ে উঠলে সুচারু স্বপ্নবৎ রমণী;
অতঃপর,
ফাগুনের এক রাঙ্গা বিকেলে প্রেমিকা হতে-হতে,
হতে-হতে তুমি হয়ে গেলে আজীবন সহচরী...
শুধু আমি আজও জানতে পারিনি, কিভাবে হতে হয় একাগ্র প্রেমিক!!