আমি আনাড়ি প্রেমিক!  
নদী ও নারীর কাছে প্রেম শিখি...
ঈশ্বরের অদৃশ্য হাতে গড়া আশ্চর্য মাটির পুতুল
তুমি কেবল হৃদয় ছুঁয়ে দিতে জানো।

নদীর জলে হিজলের ফুল
সে ফুল শোভা পায় নারীর চুল;
নদী তুমি আজও নারী বুঝনি!
নারী বুঝলে প্রেমও বুঝতে....


যে জলে আগুন জ্বলে
প্রেমের সুধা পান করে সুবর্ণ প্রভা;
যে জন প্রেমে পড়ে সেই জানে কেবল,
নারী-নদী-প্রেম,আর জলের মিতালী।।