মহামান্য শাসক
আমরা চাইনি কোনো দিন মল্লযোদ্ধা হতে!
অথবা নিজের ঘরে আগুন দেয়া আতঙ্কবাদী হতে,
আমাদের হাতে পানি ছিল
তৃষ্ণার্তির মুখে তুলে দেয়ার জন্য
আমাদের হাতে হাতে ছিল কলম,
বিশ্ব মানচিত্রে সমৃদ্ধ বাংলাদেশ এঁকে দেয়ার জন্য
আমরা ছিলাম কোমল ফুল
ভালোবাসা বিলিয়ে দেয়ার জন্য;
আমাদের হাতে হাতিয়ার ছিল না কখনো
তবে, আমাদের হাতে কে দিল হাতিয়ার তুলে?
কে আমাদেরকে বানিয়ে দিলো ইতিহাসের ভিলেন?
স্বাধীনতা এনেছিল- যে অগ্নি-পুরুষ
আমরা তাদেরই বংশধর,
তারা স্বাধীনতা চেয়েছিল
আমরা চেয়েছিলাম ন্যায্য অধিকার,
আমরা তো এত সারি সারি কফিন চায়নি,
কেননা কফিনে আমাদের দমবন্ধ হয়ে আসে,
আমরা চেয়েছিলাম খোলা আকাশে পাখা মেলা মুক্ত পাখি হতে
অথচ আমাদের দিলেন কফিন বন্দি জীবন,
কফিনের উপরে অর্কিড চাইনি আমরা
চেয়েছিলাম সাদা বেলি ফুলের মতো বেঁচে থাকতে।
অথচ দেখুন
এখন আমাদের শরীর জুড়ে শুধু ছোপ ছোপ রক্ত
এখন আমরা ফুল নয় কাঁটায় বেঁচে থাকি
এখন আমরা বারুদের মতো অগ্নিশিখায় বেঁচে থাকি।