আমাদের আবার দেখা হলে
আমি তাকিয়ে থাকবো তোমার মুখের দিকে
হাজার বছর যাবে
আমি ঘোর অবচেতন হব
আমাকে কিছুই স্পর্শ করতে পারবে না
না কিছুই না
ইতিহাসের জীবন্ত নৃশংসতা
অকাল মৃত্যুর বর্বর উল্লাস
নগরে নগরে করুণ রক্তের বন্যা...
অথচ দেখো, আমাদের আর দেখাই হলো না!