জীবনের গল্পটা থেমে গেলে
হৃদয়ের থলে টা খুলে দিও,
দেখতে পাবে কতটা কিনেছি সদাই
জীবনের দামে
কতটা কষ্টের পুড়া রোদ'
কতটা অবসাদ জমে আছে......
কতটা কবিতার প্রেম ছিল
আর কতটা প্রেম জীবিকার ঘরে বন্দি;
আর কতটা বাকি থেকে গেল না পাওয়ার হাহাকার।।
এভাবেই চলে যায় সময়
জীবনের অলিগলি বেয়ে
ক্লান্ত পথিক হেঁটে যায় বহু পথ,
শুধু অবেলার হাতছানি
ফেলে যায় পথে প্রান্তরে, কতটা পিছুটান-
আর কতটা মায়ার বাঁধন।।