আচ্ছা!
আমি মরে গেলে কার কি হবে বলুন?
আমি মরে গেলে, বাহান্ন টা আলমারি খুলে
কেউ তো আর বের করবে না স্মৃতি গন্ধা ফুলের আঁজলা
কখনো কোনো প্লাকার্ড হাতে
কেউ যাবেনা শোক মিছিলে,
না হবে কোন মানববন্ধন,
না কোনো স্মৃতি উৎসব শহিদ চত্বরে।
পাখিরা গান গাইবে আগের মতই
নদী, সাগর, পাহাড়, কিছুই বদলাবে না
শুধু আমার নামের আগে যুক্ত হবে
একটি বিয়োগান্তক শব্দের নিথরতা।।