আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি শুধু চাই কেউ পাশে বসে বলুক,
কেমন আছো আজ?"
কথা বলুক একটু— এক কাপ চায়ের সাথে,
যেখানে শব্দগুলো গড়িয়ে পড়ে নীরবতায়।

আমি বলছি না সবসময় হাসতে হবে,
শুধু চাই কেউ কাঁধে হাত রাখুক,
কোনো প্রশ্ন ছাড়াই,
শুধু নীরবে বুঝে যাক আমার ক্লান্তি।

আমি চাই না কেউ আমার জন্য কিছু করুক,
আমার নিজের সব কাজ নিজেই করতে পারি
শুধু চাই কেউ পাশে বসে বলুক,
"তুমি আজ খুব চুপচাপ, কিছু কি হয়েছে?"

আমি বলছি না, ভালোবাসতেই হবে,
শুধু চাই কেউ দরজার ওপাশে অপেক্ষা করুক,
যখন ফিরি রাতের নিস্তব্ধতায়,
যেন সেই অপেক্ষা ভেঙে দেয় দিনের সমস্ত একাকীত্ব।

আমি চাই কেউ একটু জিজ্ঞেস করুক,
তোমার চোখগুলো এত ক্লান্ত কেন?
একটু কি বিশ্রাম নেবে না?
ভালোবাসা না হোক,
শুধু এমন একটা বন্ধু হলেই মন্দ কি!