আমার না পাওয়া গুলো না পাওয়াই থাক
পাওয়া গুলো হিসেব করি
কত সহস্র বছর গেঁথে গেঁথে অদৃশ্য মালার
জ্ঞানে ও ধ্যানে, হয়তো কিছুই নেই আমার
তবু কিছু আছে, মননে ও চেতনায়
কবিতার আয়নায় রেখে যাওয়া কিছু স্মৃতির পালক।
আমার না পাওয়া গুলো না পাওয়াই থাক
পাওয়া গুলো হিসেব করি
হেটে গেছি কতটা পথ, বেপরোয়া
কত দিন রুদ্র গন্ধে স্বপ্ন সঞ্চরণ
আঙ্গুলে জমেছে কত সুখ
সন্ধি ও শান্তিতে...
আমার না পাওয়া গুলো না পাওয়াই থাক
পাওয়া গুলো হিসেব করি
বুকের কাছে জমেছে কতটা ঋণ
কত ধুপ পুড়ে পুড়ে কতটা হয়েছি খাঁটি
আতরের উষ্ণ ঘ্রাণে স্নেহে ও প্রেমে,
শূন্য হিসেবের খাতায়
কতটা মেকি আর কতটা পরিপাটি;
তবুও, যা কিছু পেয়েছি ব্যর্থতায়-ভালোবাসায়!
কৈশোরের প্রথম প্রেমের মতন
বুকে আগলে রেখেই কেটে যাবে একটা জীবন।।