এ কেমন দ্বিধা, সংশয় আমার
তুমি এলে মনে হয়
না আসাই ভাল ছিল......
ফিরে গেলে মনে হয়
এক আকাশের হাহাকার তোমাকে পাবার
এ কেমন ভ্রান্তি, সংশয় আমার!!

দোটানায় রক্তাক্ত হৃদয়
দ্বিধায় উদ্বাস্তু মন, বিষাদ পাহাড়,
ভেতরে তোমাকে পাবার তীব্র আকুতি
তবু বাহিরে অপেক্ষা বিদায় ঘণ্টার
এ কেমন দ্বিধা, সংশয় আমার!!

এ কেমন রহস্যের জট!
হঠাৎ যে হৃদয়ে
কাপালিক বালিকারা ময়ূরের মতো নাচে
ইশারায় গলে যায় হৃদয় পাহাড়,
পরক্ষণে মেঘ ডেকে উঠে
ঝড়ের তাণ্ডবে যেন নেমে আসে অদ্ভুত আঁধার
এ কেমন দ্বিধা-সংশয়, এ কেমন ভ্রান্তি আমার!!