আমরা না হয় আর কোন দাবি নিয়ে আসব না
তোমাদের কাছে।
আমরা না হয় অল্প নিয়েই বাঁচি!
ক্যানভাস জুড়ে অল্প করে এঁকে দেই
মরচে ধরা ধান, কংকর মাখা ভাত,
ছেঁড়া কাঁথা, তালি দেয়া শার্ট,
চাঁদ ঝরে পড়া ছাদ হীন ঘর।
আমাদের চাওয়া গুলো না হয় অল্পতেই আটকে থাক
পাওয়া গুলো না হয় জড়িয়ে যাক আলুথালু ঝঞাটে।।
স্পষ্ট কাচের দেয়াল....
এ পাশে বৃষ্টি, ও পাশে ঝুম ঝুম রোদ
আমরা না হয় বৃষ্টিতেই আটকে থাকি;
এক আকাশ মেঘের অন্তরালে
দুঃখরা দানা বাঁধুক ইচ্ছে মত।
তবুও আমরা বেচে থাকি
কিছুটা আশায়
কিছুটা স্বপ্ন না হয় হৃদয়ে বাঁধুক বাসা।।