জল ছবি-রঙ তুলি
ক্যানভাস জুড়ে শুধু কালো অন্ধকার অধ্যায়...
বরং এইটুকু থাক
এর চেয়ে বেশী এগোলেই ক্লান্ত হয়ে যাবে।
পিচ ঢালা রাস্তা.....
মারসিটিস ব্র্যান্ডের গাড়ি
সাই সাই করে চলে যাচ্ছে স্বর্ণ মহলের দিকে,
ভেতরে রাশি রাশি খাবার...........।
রাস্তার ওপাশে ফুটপাত,
বিকল মাতার শিয়রে বসে কাঁদছে ক্ষুধার্ত শিশু
তার পাশে আবর্জনা, ড্রেন...
হন্যে হয়ে খাবার খুঁজছে কয়েকটা কুকুর,
বরং এইটুকু থাক
এর চেয়ে বেশী এগোলে আবর্জনায় ঢেকে যাবে সমস্ত পৃথিবী।।
দূরে সবুজের শেষপ্রান্ত,
একটু একটু করে গিলে খাচ্ছে আকাশ ছোঁয়া শহর
আকাশ মিশে গেছে দিগন্তের মাটিতে
ধানক্ষেতে সিঁড়ি বেয়ে নামে কাঠফাটা রোদ্দুর খাঁ খাঁ বিরান ...
জলের শেষ ফোঁটা টুকু পান করবে বলে
আজো হা করে আছে একটি পাখি...
বরং এইটুকু থাক
এর চেয়ে বেশি এগোলে তুমি নিঃশেষ হয়ে যাবে।।