এপার-ওপার রুদ্র পুড়া অন্ধকার
একটা নদী একটা সাঁকো;
ওপারে আঁধার ঝুম বৃষ্টি
হাঁটু কাদা পায়ে হাঁটা পথ
একটা মাটির প্রদীপ জ্বলছে নিভু নিভু
একটা কালো ইঁদুর জুতার ভেতর
একটা লোক, একটা বিড়াল, শান্তির ঘুম...
শান্তি
শান্তি
শান্তি।।
এ পারে রোদেলা ঝলমলে দিন
মারসিটিস ব্র্যান্ডের গাড়ি
একটা কুকুর, এবং তার জন্মদিন
হাজার ডলার বিছানায়
এপাশ ওপাশ ঘুমহীন রাত...
শান্তি বিক্রেতার খোঁজ করছে অনলাইনে, কয়েকটা টাকার মেশিন।।
শান্তি
শান্তি
শান্তি।।