""""""""""""""""""""""""""""""""
আত্মার পরিতৃপ্তির জন্য
চাই দীর্ঘ একটা ভ্রমণ.....
তাই নিঃশেষে নিজেকে
ভোরের শিশিরের সাথে মুড়িয়ে
আমি হেঁটে যাই..
কোলাহলময় পৃথিবীটা ছেড়ে
সমুদ্রের দিকে...
পাহাড়ের পরিতৃপ্ততার দিকে..
বনানীর নির্জনতার ই দিকে...

আকাশের ই বিশালতায়
হৃদয়ের দরজা খুলে আমি হাটতে থাকি,
সবুজ ঘাস ফুল গুলি যেন নেচে উঠে আনন্দে
আমার ই পায়ের তলায়..।।