কবিতাঃ- ভালবাসার নীল আকাশ
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ৩০/০৭/২০
””””””””””””””””””””””””””
ভালবাসার আকাশ আমার
বেদনাতে হয়েছে নীল
থেমে গেছে সেই ষোড়শী
মেঘের অবগাহন
উত্তাল হৃদয় তরঙ্গেতে এখন উড়ছে
বিভীষিকাময় চিল।।
আমাকে পোড়ায়নি তপ্ত সূর্য
পুড়িয়েছে তোমার বরফ স্নিগ্ধ সে প্রেম
পুষ্পিত হৃদয় আজ
কৃষ্ণ কফিনে দিয়েছে আত্মহনন
তবুও হৃদয়ের বিলাসী কবিতা গুলো
তোমাকে ই দিলেম।।