আজকে আবার আসছে ফিরে
প্রেমের ই দিন ভ্যালেন্টাইন্স ডে
বাসন্তী রং হলুদ শাড়ি আর খোলা চুল
হাওয়ায় উড়ে নতুন প্রেমের সাক্ষী হয়ে।।
অত্যাধুনিক ঘোড়ার পিঠে
চলছে এখন জীবনযাপন
সকাল-সকাল খোলা পার্কে
বৃষ্টি নামে জমজমাজম...!!
বৃষ্টি কোথায় তবু ছাতায়
মুখ ঢেকেছে ছেলে-মেয়ে
শরীরের স্বাদ নিচ্ছে শরীর
ফুটছে গোলাপ ঠোঁটের ভেতর ঠোঁট টা ছুঁয়ে।।
বলছে মেয়ে বাপের শাসন
বন্দী জীবন ভাল্লাগে ছাই?
আজকে আমি বাঁধনহারা
করতে পারো ইচ্ছেমত যা ইচ্ছে তাই।।
নতুন প্রেমী ভাসছে দেখ
অত্যাধুনিক প্রেম জোয়ারে
নীরব ফ্ল্যাটে নগ্ন শরীর
ইচ্ছামত করছে পালন ভ্যালেন্টাইন্স ডে।।