বছর জুড়েই মিশ্র ভাষার হাওয়া
একুশ এলেই মিনার জুড়ে ফুল
প্রভাতফেরী এক দিনেই গান গাওয়া?
ভেবেছ কি? বাঙালি তুমি! ভুল।
অত্যাধুনিক দোহাই দিয়ে হচ্ছে যে সব অন্ধ
তবে কি ভাই মিছে ছিল শহীদদের সেই দান?
ছড়িয়ে পড়ছে চারদিকে আজ বিশ্বায়নের গন্ধ
ভিন্ন ভাষায় বলছে কথা করছে অসম্মান!
হতেই পারো ভীষণ শিক্ষিত তুমি
যে বাঙালি ভাষার জন্য রক্ত দিতে জানে
সেই বাঙালিই রক্ত দিয়েই কিনেছে স্বাধীন ভূমি
তবে কথায় কথায় ভিন্ন ভাষা, বলছ কোন অজ্ঞানে?