তুমি ছুঁয়ে দিলে
আমি যে স্পর্শ কাতর হয়ে যাই
আমার চারদিকে জোছনা ঝরে পড়ে
বুকের ভেতর জ্বলজ্বল করে ওঠে
অপরূপ নক্ষত্রের জ্যোতি।।
তুমি ছুঁয়ে দিলে
আমার শেফালী গাছটা ভরে ওঠে
রাশি রাশি ফুলে
এক কোটি ভ্রমর এসেই ফুলে ফুলে করে
প্রেম নিবেদন।।
তুমি ছুঁয়ে দিলে
আমি ফ্লাশব্যাকে ফিরে যাই
আহা আমার সেই শৈশব
বৃষ্টি ভেজা মেঘলা দুপুরে
তোমার মুখে মধুর হাসি
আমার হৃদয়ের সবটা জুড়ে সেই তুমি।।
তুমি ছুঁয়ে দিলে
আমি তাকাই নিজের ভেতরে
আমার হৃদয়ে চারদিকে একটা পৃথিবী দেখি
এবং একটা রমণীর মুখ।।