তুমি যেই আমাকে ভালবাসি বললে
আমার হৃদয় পাখি হয়ে উড়ে গেল
আকাশে আকাশে দিগন্তে দূরে বহু দূরে…….
তারপর ফিরে এলো এক আকাশের মেঘ নিয়ে
লাল নীল হলুদ সবুজ আরো কত মাল্টিকালারের মেঘ;
মেঘগুলো সুখের বৃষ্টি হয়ে ঝরতেই থাকল...
তোমারই তনু-মনে
তোমার সমস্ত অঙ্গে অঙ্গে।।
তুমি যেই আমাকে ভালবাসি বললে
আমার হৃৎপিণ্ডের বাতাস বের হয়ে চলে গেল
দূরে বহুদূরে……..
তারপর পাতাল পুরির থেকে কিছু ফুল এনে
তোমাকে শাওয়ার করিয়ে দিল
সুখের পুষ্প বৃষ্টিতে..
তোমারই তনু-মনে
তোমার সমস্ত অঙ্গে অঙ্গে।।
তুমি যেই আমাকে ভালোবাসি বললে
আমারই সত্তা যেন কবি হয়ে গেল
হাজার তারায় ভরা-
আকাশ কে নামিয়ে আনলো
অবিকল তোমার বুকের কাছে;
তারপর শত-হাজার উপমা ঝরাতে থাকলো..
তোমারই তনু-মনে
তোমার সমস্ত অঙ্গে অঙ্গে।।