তুমি চলে গেলে
হৃদয় আকাশ জুড়ে হাহাকার জমে
শুধু শূন্যতায় আমি হয়ে যাই লীন
আঁধার মেঘেতে ঢেকে যায় আমার সারাটা দিন।।
তুমি চলে গেলে
শরীর বলে হৃদয়ে হয়েছে অসুখ
অশ্রুপাত হয় সমস্ত আকাশ জুড়ে
এক নদী বিষাদেই ছুঁয়ে যায় বুক।।
তুমি চলে গেলে
শূন্য ঘরে হাতড়ে বেড়াই
ফাঁকা বারান্দায় বসে থাকি সারাটা দুপুর
সমস্ত হৃদয় জুড়ে বেজে উঠে করুন এক সুর।।
তুমি চলে গেলে
সারা বিকেল তাকিয়ে থাকি আকাশের শূন্যতায়
সমস্ত হাওয়ায় মনে হয় আফিমের গন্ধ
বুকের ভিতর দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হয়ে যায়।।