তুমি বললে, অগোছালো উস্কোখুস্কো জীবনটাকে
তোমার মনের ইচ্ছে মতো পাল্টে নেব
তুমি বললে, আবার আমি জন্ম নিব
পরের জন্মে পরিপাটি আস্ত একটা মানুষ হব;
তুমি বললে, অশ্বথের ঐ বুক চিরে লিখে দেবো
সূর্যে যত প্রেমের প্রবাদ
তুমি বললে, জল রঙে স্বচ্ছ রোদে ভাসিয়ে দেবো
ক্যানভাসের নির্মেঘ রাত;
তুমি বললে, মনের যত অসুখ গুলো
মহাকালের মেঘের ভেলায় ভাসিয়ে দেবো,
তুমি বললে, অব্যক্ত ঘুম নিত্য রাতে
প্রজাপতির হৃদয় হব;
তুমি বললে, তোমার মেরুন শাড়ি ভাসিয়ে দেবো
টিউলিপ ফুলের গন্ধে ভরা হালকা হাওয়ায়
তুমি বললে, নিজেকে আমি ভেঙে চুরে
গড়িয়ে নেব তোমার চাওয়ায়;
তুমি বললে, তোমার চুলের স্নিগ্ধ ঘ্রাণ মাখিয়ে
নেবো হৃদয় দোলায় হারিয়েই শেষে
তুমি বললে, তোমার মিষ্টি ওষ্ঠে লাগা বৃষ্টি গুলো
শুষে নেবই এক নিমিষে;
তুমি বললে, তোমার নাকছাবিতে দোল খাবো
নিত্য সুখে আলতো দোলায়
তুমি বললে, তোমার নূপুর গুলো রাঙিয়ে নেবো
অরণ্যে আকাশ নীলিমায়;
তুমি বললে, পরের জন্মে তোমারই প্রথম পুরুষ হবো
আবার তোমার প্রেমে পড়বো, রাজ বিহঙ্গের স্বপ্ন আশায়
তুমি বললে, সেথায় তোমার হৃদয় গঙ্গায় ভাসিয়ে দেব
নীল সিন্ধুর ওপার থেকে সচ্চ হীরকচূর্ণ ভালোবাসায়।